রাশিয়া তেহরানের ওপর আরোপিত পশ্চিমা বিধিনিষেধের প্রতি ধিক্কার জানিয়েছে ।

রাশিয়া তেহরানের ওপর আরোপিত পশ্চিমা বিধিনিষেধের প্রতি ধিক্কার জানিয়েছে ।

ইরান ও তার শক্তিধর মিত্র রাশিয়া তেহরানের অর্থনীতি , পেট্রোরসায়ন শিল্প এবং জ্বালানী খাতে পশ্চিমা যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার প্রতি ধিক্কার জানিয়েছে – বলছে – এসব বেআইনী এবং শুন্যগর্ভ বিধিনিষেধ ।

যুক্তরাষ্ট্র , ক্যানাডা , এবং বৃটেন – তেহরান পারমানবিক অস্ত্র তোয়ের করছে , আন্তর্জাতিক পর্যায়ের এহেন উদ্বেগ-আশংকার প্রেক্ষিতে – ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানোর লক্ষে সোমবার নতুন নতুন পদক্ষেপের কথা ঘোষনা করেছে ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মূখপাত্র রামনি মেহমানপারাস্ত মঙ্গলবার বলেন – এ তিন দেশের একপাক্ষিক সব পদক্ষেপ কেবল প্রপাগ্যান্ডা এবং মনস্তাত্বিক যুদ্ধাবস্থা রচনারই শামিল । তাঁর আঁচ অনুমানে তিনি এগুলোকে শুন্যগর্ভ বলে আখ্যায়িত করেছেন । বলেছেন – যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বানিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সে ঐ যত্সামান্যই । অন্যদিকে , রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয় বিধিনিষেধগুলোকে গ্রহনযোগ্য নয় এবং পরস্পর বিরোধিতায় প্রশ্নবিদ্ধ বলে অভিহিত করেছে ।