লাইবেরিয়ার প্রেসিডেন্টের ফিরতি নির্বাচনে জয়লাভের সম্ভাবনা এখন নিশ্চিত

লাইবেরিয়ার প্রেসিডেন্টের ফিরতি নির্বাচনে জয়লাভের সম্ভাবনা এখন নিশ্চিত

লাইবেরিয়ার প্রেসিডেণ্ট এলেন জনসান সারলীফ পুনর্নিবাচনের ফিরতি দফার ভোটে জয়ী হতে চলেছেন প্রায় , যে নির্বাচন কিনা বিরোধী পক্ষের বয়কট ও পুলিশ এবং প্রতিবাদীদের মধ্যেকার প্রাণঘাতি সংঘাতের কারণে বিপর্যস্ত হয়েছে ।

মঙ্গলবারের নির্বাচনে প্রেসিডেণ্টের প্রতিদ্বন্দী সাবেক বিচারমন্ত্রী উইনস্টান টাবম্যান , মিসেস সারলীফের বিরুদ্ধে কথিত নির্বাচনী কারচুপির অভিযোগ তুলে সমর্থকদেরকে নির্বাচন বয়কট করতে বলেন ।

ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা স্কট স্টেয়ার্নস বলেছেন – ভোটদাতাদের সংখ্যা ছিলো খুবই কম । গত মাসে প্রথম প্রস্থের ভোটের সময় যে কেন্দ্রটিতে ভোটারদেরকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিলো সেখানেও এবার ভোটার সংখ্যা ছিলো অল্প ।

মঙ্গলবার মনরোভিয়ায় , মি:টাবম্যানের কংগ্রেস ফর ডেমোক্র্যাটিক চেইঞ্জ CDC পার্টির সদর কার্যালয়ের চারধারে কড়া প্রহরা মোতায়েন থেকেছে । একদিন আগে ওখানেই লাইবেরিযার পুলিশ বাহিনী ও বিরোধি দলীয় প্রতিবাদীদের মধ্যেকার সংঘাতে অন্তত দু’ ব্যক্তির মৃত্যু হয় ।

রাতে , পুলিশ তিনটি বেতার কেন্দ্র বন্ধ করে দেয় । এর মধ্যে একটি ছিলো মি:টাবম্যানের নির্বাচনী জুটি জর্জ উইয়ার মালিকানাধীন বেতার সম্প্রচার কেন্দ্র ।