যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শেয়ার বাজারের ইতিবাচক মোড়

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শেয়ার বাজারের ইতিবাচক মোড়

যুক্তরাষ্ট্র ও ইউরেপের শেয়ার বাজারগুলোতে বৃহষ্পতিবার মূল্য বৃদ্ধি পায়। একদিন আগের ক্ষতি পুষিয়ে শেয়ার বাজার ঘুরে দাড়ায় এবং বিনিয়োগকারীরা ল্‌ক্ষ্য করেন যে যেমনটি আশা করা গিয়েছিল , তার চেয়ে আরো ভাল অবস্থায় আছে যুক্তরাস্ট্রের চাকরির বাজার। বুধবার ডাউ জোনস প্রায় ৫ শতাংশ নেমে যাবার পর বৃহস্পতিবার আবার ৪ শতাংশ বৃদ্ধি লন্ডন প্যারিস এবং ফ্র্যাঙ্কফার্টে গুরুত্বপূর্ণ সূচক গুলো তিন শতাংশ বৃদ্ধিপায়।

তবে ইউরোপের ঋণ সঙ্কট নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের আর্থিক দূর্বলতার কারণে অর্থ বিষয়ক বিশেষজ্ঞ জন হেনেস মনে করেন যে এই ঝুকিবহুল অবস্থা চলতে থাকবে । তিনি বলছেন যে শেয়ার বাজার এটা বোঝার চেষ্টা করছে যে অর্থনৈতিক বিভিন্ন উপাদান গুলি কেমন ভাবে কজ করে।

যুক্তরাষ্ট্র সরকার বলেছে যারা প্রথমবারের মতো বেকার ভাতার জন্য আবেদন জানায় তাদের সংখ্যা গত সপ্তাহে চার মাসে সবচাইতে কম হয়। এপ্রিল মাসের পর থেকে এবারই সবচাইতে কম প্রথমবারের আবেদন পত্র তারা পায়। যুক্তরার্ট্রের প্রধান প্রধান শয়ার বাজারের সূচক শেয়ার বাজার খোলার পর দুই সতাংশের বেশি বৃদ্ধি পায়।

ইউরোপীয় শেয়ার বাজারগুলোতেও সূচক মিশ্র ছিল। এশিয়ার বাজারগুলোতে মুল্য হ্রাস পায়।