মুবারক এক ঐতিহাসিক শুনানিতে নিজেকে নির্দোষ বলে দবি করলেন

Firefighters attempt to extinguish the fire at Mogadishu's Aden Adde International Airport in Somalia after an Ethiopian Air Force aircraft crashed upon landing. (Photo provided by AMISOM)

মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হুসনি মুবারককে আজ হাসপাতালের এক চাকাওয়ালা বিছানায় করে আদালতে নিয়ে যাওয়া হয়। শত শত সরকার বিরোধী বিক্ষোভকারীকে তিনি হত্যার নি্র্দেশ দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে যে অভিযোগ, তিনি তাতে নিজেকে নির্দোষ বলে আবেদন করেছেন। বিচারক আজকের নাটকীয় অধিবেশন শেষে ১৫ই আগস্ট পর্যন্ত বিচার মুলতবী করেছেন।

এবছর মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা জুড়ে যে গনঅভ্যুত্থান ঘটে চলেছে, তাতে তিনি প্রথম আরব নেতা যিনি সশরীরে বিচারে হাজির হন। কায়রোতে আদালতের বাইরে একটি খাঁচার মত প্রকোষ্ঠে সাদা আলখেল্লা পরিহিত হুসনি মুবারক একটি হাসপাতালের খাটে অর্ধশায়িত ছিলেন। আদালতের বাইরে শত শত পুলিশের উপস্থিতিতে জনতা বড় বড় পর্দায় বিচার কাজ অবলোকন করে। এক সময় মুবারক বিরোধী এবং সমর্থকদের মধ্যে ইটপাটকেল ছোঁড়াছুড়ি হয়।

মিশরে গনতান্ত্রিক সংস্কারের দাবীতে ১৮ দিন ধরে গণঅভ্যুত্থান চলাকালীন হুসনি মুবারক ন’ শ লোককে মেরে ফেলার নির্দেশ দেন বলে অভিযোগ। এছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতি, সরকারী তহবিল তছরূপ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উত্থাপন করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার মৃত্যু দন্ড পর্যন্ত হতে পারে।