আসাদের অনুগামিরা সিরিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে আক্রমণ চালিয়েছে

আসাদের অনুগামিরা সিরিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে আক্রমণ চালিয়েছে

প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি অনুগত কিছু লোক দামেস্কে যুক্তরাস্ট্রের দূতাবাসে আজ সোমবার আক্রমণ চালিয়ে ক্ষয়ক্ষতি সাধন করেছে।

দ্য এসেসিয়েটেড প্রেস জানিয়েছে যে হামলাকারীরা জানলা ভেঙ্গেছে , যুক্তরাষ্ট্রের দূতাবাস প্রাঙ্গনে সিরিয়ার পতাকা উত্তোলন করেছে এবং দেয়ালে যুক্তরাষ্ট্র বিরোধী কথা বার্তা লিখেছে । জানা গেছে যে ঝটিকা আক্রমণের পর হামলাকারীরা সেই স্থান ত্যাগ করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে যে এই হামলা প্রতিহত করতে সিরিয়ার সুরক্ষা বাহিনীর পদক্ষেপ ছিল ধীর স্থির । যুক্তরাস্ট্রের মিশন প্রধানের আবাস স্থলে ও আক্রমণ চালানো হয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন যে এই আক্রমণের প্রতিবাদ জানাতে তারা একজন পদস্থ সিরীয় কর্মকর্তাকে ওয়াশিংটনে ডেকে পাঠাবেন।

এ দিকে আজ ফরাসি দূতাবাসের ফটকের সামনেও প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। ফরাসী নিরাপত্তা প্রহরীরা বিক্ষোভকারীদের দূতাবাসে প্রবেশ প্রতিহত করতে ফাকা গুলি ছোড়ে।

গত সপ্তায় আন্দোলনের মূল একটি স্থান হামা আমেরিকান ও ফরাসী রাষ্ট্রদূতরা পরিদর্শন করার পর সিরিয়ার সরকারের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পায়।