জঙ্গিরা পাকিস্তানের একটি থানায় মারাত্মক আঘাত হেনেছে

করাচি রেডক্রস দপ্তরের বাইরে বিস্ফোরণ

পাকিস্তানি পুলিশ বলছে যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিরা তাদের একটি থানায় আক্রমণ চালিয়ে পাঁচ জন ন পুলিশকে হত্যা করেছে।

স্থানীয় কর্মকর্তারা বলছেন যে বন্দুক ও গ্রেনেড এ সজ্জিত জঙ্গিরা কোলাচি শহরের একটি থানায় হামলা চালায়। শনিবার রাত পর্যন্ত এই আক্রমণ অব্যাহত ছিল বলে কর্মকর্তারা জানান এবং সেখানে নিরাপত্তা বাহিনীকে মোতয়েন করা হয়।

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে কর্মকর্তারা বলছেন যে সেখানে প্রতিদ্বন্দ্বি ইসলামি গোষ্ঠিগুলোর মধ্যে এক সংঘাতে ১৫ জন জঙ্গি নিহত হয়েছে।

কর্তৃপক্ষ বলছে যে আফগান সীমান্ত বরাবর ওরকজাই উপজাতীয় এলাকায় ঐ লড়াইয়ে বেশ কিছু লোক আহত হয়। তবে তাৎক্ষণিক ভাবে জানা যায়নি যে এই সংঘাতের কারণ কি।

ও দিকে দক্ষিণে কর্মকর্তারা বলছেন যে আজ করাচির রেডক্রস দপ্তরের বা্‌রে একটি বোমা আংুশক বিস্ফোরিত হয়। কর্তৃপক্ষ বলছে যে দু জন মোটরসাইকেল আরোহী ঐ বোমা সেখানে রেখে যায়।

কর্মকর্তারা বলেন যে ঐ বিস্ফোরণে কেউই হতাহত হয়নি।