ভয়েস অফ আমেরিকার সঙ্গে ওবামার একান্ত সাক্ষাতকার

হোয়াইট হাউজের ম্যাপ রুমে প্রেসিডেন্ট বারাক ওবামা ভয়েস অফ আমেরিকাকে বিশেষ সাক্সাৎকার দিচ্ছেন।(হোয়াইট হাউজের সরকারী এই আলোকচিত্রটি গ্রহণ করেছেন Lawrence Jackson)

ভয়েস অফ আমেরিকার সঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামার সাক্ষাৎকার শুনবেন আজই আরও পরে। এটি ভয়েস অফ আমেরিকাকে দেওয়া তাঁর একান্ত সাক্ষাৎকার । ভয়েস অফ আমেরিকার কেন্দ্রীয় বার্তা কক্ষের Andre de Nesnera এই সাক্সাৎকারটি নিয়েছেন , বুধবার , ২২শে জুন।বিস্তারিত সাক্ষাৎকারটি আমাদের ওয়েব পাতায় ও দেখতে পাবেন।