আগাম নির্বাচন হতে পারে আফগানিস্তানে

আফগানিস্তানে আগাম প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে যাতে করে বিদেশি সৈন্যরা দেশ ত্যাগের সময়ে নির্বাচন অনুষ্ঠানের বাড়তি চাপ এড়ানো যায়।

কাবুলে বৃহস্পতিবার নেটো মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ২০১৪ সালের পরিবর্তে আগামি বছরই নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার কথা উত্থাপন করেছেন। মি কারজাই বলেন যে এই সম্ভাবনার কথা তিনি তাঁর ঘনিষ্ঠ লোকজনদের বলেছেন তবে এখন ও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।তিনি বলেন যে প্রেসিডেন্ট নির্বাচন কিংবা আন্তর্জাতিক বাহিনীর প্রত্যাবর্তন যে কোন একটি হতে হবে ২০১৩ তে , ২০১৪ তে দুটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা সম্ভব নয়।

২০০৯ সালে প্রেসিডেন্ট কারজাই দ্বিতীয় মেয়াদের জন্যে নির্বাচনে জয়ী হন । আফগান সংবিধান অনুযায়ী তিনি আর পুননির্বাচনে অংশ নিতে পারবেন না। বৃহস্পতিবারের । সংবাদ সম্মেলনে নেটোর মহাসচিব বলেন যে তাদের লক্ষ হচ্ছে ২০১৪ সালের শেষ নাগাদ আফগানদের হাতে আফগানিস্তানের নিরাপত্তার ভার দেওয়া । আর এই লক্ষ অপরিবর্তিতই থাকছে।

তিনি আরও বলেন যে বিদেশি যোদ্ধৃ বাহিনী প্রত্যাহারের পরও আফগানিস্তানের প্রতি নেটোর প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।