জাতিসংঘ ৩০০ পর্যবেক্ষক পাঠাবে সিরিয়ায়

Julia Louis-Dreyfus, winner of the Best Actress in a Comedy Series, and Tony Hale, winner of the Best Supporting Actor in a Comedy Series, celebrate at the 65th Primetime Emmy Awards HBO after party in West Hollywood, Sept. 22, 2013.

জাতিসংঘে আজ – শনিবার, সিরিয়ায় তিনশ নিরস্ত্র পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ভোট গ্রহণ করা হবে । সিরিয়ায় এক সপ্তাহ আগে অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও, সরকার বিরোধী গোলযোগ অসন্তোষ অব্যাহত রয়েছে ।

বিরোধীরা বলছেন, শনিবার এক সামরিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ঘটে । ওদিকে সরকার বলেছেন – ‘অস্ত্রধারী উগ্রবাদীরা’ পূর্বাঞ্চলীয় দির এল যোউর প্রদেশের কাছে এক পাপলাইনের কাছে বিস্ফোরক পেতে রেখেছিল ।

কুটনীতিকরা বলছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ায় পর্যবেক্ষক মিশনের সংখ্যা বৃদ্ধির বিষয়ে মোটামুটি একমত হয়েছে । পরিষদ সেখানে অগ্রবর্তী দলে ৩০জন পর্যবেক্ষণকারীর বিষয়টি অনুমোদন করেছে, তবে বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের কার্যক্রম পরিচালনার জন্য আরও বেশী পর্যবেক্ষকের প্রয়োজন হবে ।

গত এক সপ্তাহ ধরে হোমস অঞ্চলে সরকারী বাহিনীর তীব্র আক্রমণ অব্যাহত ছিল ।