এশিয়ায় যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সমঝোতাকে সতর্ক ভাবে স্বাগত জানানো হয়েছে

উত্তর কোরিয়ায় যে তার পারমানবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তাকে এশিয়ায় স্বাগত জানানো হয়েছে।

গতকাল এক যোগে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার কর্মকর্তারা এই পরিবর্তনের কথা ঘোষণা করেন যাতে বলা হয় যে পিয়ংইয়ং ইউরেনিয়াম পরিশোধন সহ অন্যান্য পারমানবিক কর্মকান্ডও বন্ধ রাখবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র বলেচে যে তারা উত্তর কোরিয়াকে দু লক্ষ চল্লিশ হাজার মেট্রিক টন খাদ্য সরবরাহের পরিকল্পনা বাস্তবায়নের জন্যে এগিয়ে যাবে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী কুইচিরো গেম্বা টোকিওতে আজ বলেন যে ঐ চুক্তি মোতাবেক আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার পরিদর্শকরা উত্তর কোরিয়ায় ফিরে যেতে পারবেন। তারা পারমানবিকিকরণ বন্ধ করতে এবং নিকট পাল্লার ক্ষেপনাস্ত্র নিক্ষেপ স্থগিত করতে ও রাজি হয়েছে।

জাপানী পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়ার প্রস্তাবিত ছাড়কে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন । তবে তিনি এ কথা ও বলেন যে পিয়ংইয়ং এর সঙ্গে দীর্ঘ দিন ধরে থমকে থাকা ছ পক্ষীয় আলোচনা শুরুর আগে আরও অনেক কিছু করার দরকার রয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রকের একনজ মুখপাত্র ও এই সমঝোতাকে সআগত জানিয়ে বলেছেন যে ঐ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বিধানে বেইজিং সরকার গঠনমুলক ভুমিকা পালন অব্যাহত রাখবে।