‘এই সফরকে দুই দেশ অত্যন্ত আগ্রহের সঙ্গে দেখছে এবং দুই দেশ মনে করে যে এই সফর এক যুগান্তকারী সফর হবে’ । বললেন নতুন দিল্লীতে বাংলাদেশের প্রেস মিনিস্টার এনামুল হক চৌধুরী
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংএর বাংলাদেশ সফরকে নিয়ে দুটি দেশেই জোর কর্মতত্পরতা চলছে । এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যের – পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের মূখ্যমন্ত্রীরা বাংলাদেশ যাবেন ।
এই সফর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন টেলিফোনে জনাব এনামুল হক চৌধুরী।
সাক্ষাত্কার নিয়েছেন রোকেয়া হায়দার।