তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সুপারিশের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ৫ জুন রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপিসহ চারদলীয় জোটের শরিক ও সমমনা দলগুলো। মহাজোট সরকারের আড়াই বছরের মাথায় এই প্রথম যুগপৎ কর্মসূচি ঘোষণা করল তারা।
হরতালে জামায়াতে ইসলামী, বিজেপি, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিসসহ সমমনা দলগুলো পৃথকভাবে রাজপথে পিকেটিং করবে। এদিকে হরতালের নামে নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ নেতারা। গতকাল এক সমাবেশে তারা বলেন, হরতালের নামে ভাংচুর ও অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।