নাইজেরিয়ার যে সব অঞ্চলে সম্প্রতি ইসলামি জংগিরা উপর্যুপরি আক্রমণ চালিয়েছে , প্রেসিডেন্ট উত্তরাঞ্চলের সেই সব এলাকায় জরুরী অবস্থা ঘোষণা করেছেন এবং সেখানে সৈন্যরা টহল দিচ্ছে। এক ভাষণে প্রেসিডেন্ট গুডলাক জোনাথান বোকো হারামকে নির্মূল করতে তার সঙ্কল্প প্রকাশ করেন।
তিনি বলেন যে এই সংকট এখন সন্ত্রাসী মাত্রা পেয়েছে। এর স্থায়ী সমাধান অনুসন্ধানের পাশাপাশি এখন এটা জরুরী হয়ে পড়েছে যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিৎ।
President Goodluck Jonathan গতকাল উত্তর পুর্বাঞ্চলের ইউবে এবং বোরনো রাজ্যের ১৫টি এলাকায় এই পদক্ষেপ ঘোষণা করেন্।
জরুরী অবস্থা জারি করায় নিরাপত্তা বাহিনী ঐ অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তারা নিজার , চাদ এবং ক্যামেরনের সঙ্গে সীমান্তের অংশবিশেষ বন্ধ করে দিয়েছে। প্রেসিডেন্ট সীমান্ত বন্ধ করাকে একটি অস্থায়ী এবং অন্তবর্তী পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।
বোকো হারাম নামের ইসলামপন্থি গোষ্ঠিটি বড়দিনে উপর্যুপরি বোমা চালিয়ে প্রায় ৪০ জনকে হত্যা করেছে , যাদের বেশীর ভাগই খ্রীষ্ট ধর্মাবলম্বী। বোকো হারাম মানে হচ্ছে পশ্চিমি শিক্ষা হচ্ছে পাপ। তারা উত্তরে এবং রাজধানী আবুজায় বোমা ও গুলি চালানোর দায় স্বীকার করে।