সকল আমেরিকান জনগণ, ১৯শে এপ্রিল থেকে ভ্যাকসিন নেবার যোগ্যতা পেলেন

প্রেসিডেন্ট বাইডেন, যুক্তরাষ্ট্রের সকল প্রাপ্ত বয়স্কের কভিড টিকা নেবার জন্য উপযুক্ত ঘোষণা করা দিনে হোয়াইট হাউজের কভিড-১৯ সমন্বয়কারী দলটি টিকা গ্রহণ নিরাপদ ও ফলপ্রসূ বলে ঘোষণা করেI

কভিড সমন্বয়কারী হোয়াইট হাউজের শীর্ষ পরামর্শদাতা, এন্ডি স্ল্যাভিট টুইটার মারফত, সোমবার দিনটিকে "ভ্যাকসিন দিবস" উল্লেখ করে বলেন, ১৯শে এপ্রিল থেকে ১৬ থেকে উর্ধে সকল আমেরিকান জনগণ, প্রতিটি রাজ্যে বা অঞ্চলে ভ্যাকসিন নেবার যোগ্যতা পেলেনI

রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক, ড: রোসেল ওয়ালেনস্কি বলেন, মহামারী নিয়ন্ত্রণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনো সঙ্কটজনক স্থানেI তবে আশার কথা যে ৫০% প্রাপ্ত বয়স্ক জনগণ অন্ততঃ আংশিকভাবেটিকা নিয়েছেন এবং ২৫% নিয়েছেন পুরোপুরিI তিনি বলেন, ছোটোখাটো ঘটনা ছাড়া আমাদের ভ্যাকসিন নিরাপদ ও ফলপ্রসূ বলে প্রমাণিত হয়েছেI