এন্টোনি ব্লিঙ্কেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন 

প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন, মঙ্গলবার তাঁর মন্ত্রিসভার প্রথম কয়েকজন সদস্যের নাম ঘোষণা 'করতে পারেনI অনুমান করা হচ্ছে প্রাক্তন উপ-পররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিঙ্কেনকে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদটি দিতে চলেছেনI ওবামা প্রশাসনে জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট হিসাবে বহু নিরাপত্তা বিষয়ে ব্লিনকেনের সঙ্গে একত্রে কাজ করেছেনI রবিবার, বেশ কতগুলি সংবাদ মাধ্যম তাঁর প্রত্যাশিত মনোনয়নের খবর দেয়I

খবরে প্রকাশ, ফেডারেল রিজার্ভের ৭৪ বছর বয়সী প্রাক্তন প্রধান, জেনেট ইয়েলেনকে বাইডেনের ট্রেজারি সেক্রেটারি মনোনীত করা হবে। দ্য নিউইয়র্ক টাইমসের খবর অনুয়ায়ী, ইয়েলেন হবেন যুক্তরাষ্ট্রের ট্রেজারির প্রথম নেতৃত্বদানকারী মহিলা।

এছাড়াও, আফ্রিকা বিষয় প্রাক্তন উপ-পররাষ্ট্রমন্ত্রী, লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিতে পারেন এবং জেইক সুলিভান সম্ভবতঃ জো বাইডেনের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতার পদটি পেতে চলেছেনI

জো বাইডেন যখন তাঁর হস্তান্তরণ প্রক্রিয়ায় মনোনিবেশ এবং ২০শে জানুয়ারী শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, টুইটারে সমর্থকদের বলে চলেছেন "আমরা বড় মাপের ভোট জালিয়াতির সন্ধান পাবো, বন্ধুরা শক্ত লড়াই করে যান"I