পাকিস্তানে হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী সেখানকার সংসদ ভবনের কাছে সমবেত

পাকিস্তানে সরকারী বাধা সত্বেও হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী সে দেশের রাজধানীতে সংসদ ভবনের কাছে পৌঁছে গেছে।

বিক্ষোভকারীদের কাছে তার কাটার যন্ত্র রয়েছে এবং অন্তত একজনের কাছে রয়েছে ক্রেইন। তারা এরই মধ্যে শিপিং কন্টেইনারদের তৈরি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর অবরোধ অতিক্রম করে গেছে। ইসলামাবাদের কথিত রেড জোন , যেখানে এই সংসদ ভবন অবস্থিত সেটি রক্ষার জন্যই এই অবরোধ সৃষ্টি করা হয়েছে।

প্রতিবাদকারীদের মধ্যে রয়েছেন ক্রিকেট তারকা থেকে রূপান্তরিত রাজনীতিক ইমরান খান এবং সরকার বিরোধী ধর্মীয় নেতা তাহিরুল কাদেরী যারা প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছেন । তবে সরকার মি শরীফের পদত্যাগের যে কোন সম্ভাবনা নাকচ করে দিয়েছে। উভয় পক্ষের বিক্ষোভকারীরা কয়েকদিন ধরে রাজধানীতে সমবেত হয়ে আছে।

পাকিস্তান ঐ এলাকায় শত শত সৈন্য এবং তিরিশ হাজার বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।