সিরিয়ার অস্ত্র সম্বরন রফা নিয়ে কোফি আনান আশবাদী এখনো

জাতিসংঘ-আরব লীগ দূত কোফি আনান এখনো আশা করে রয়েছেন , সিরিয়া সরকার ও বিরোধী পক্ষের ভেতরে তাঁর মধ্যস্থতায় যে অস্ত্র সম্বরনের রফা হয়েছে সে পরিকলপনার শর্ত তাঁরা মান্য করে চলবেন নিশ্চয় । আজ মঙ্গলবারের ভেতরে দামেস্ক তার সৈণ্যদেরকে শহরাঞ্চল থেকে হঠিয়ে নেবে বলে চূড়ান্ত সময় সীমা দেয়া রয়েছে – কিন্তু হামলা তত্পরতার অবসান হয়নি ।

মি:আনানের মধ্যস্থতায় সম্পন্ন রফায় বলা রয়েছে সিরিয়া সরকারকে বসত এলকাগুলো থেকে তার সৈন্যদেরকে মঙ্গলবার সকালের মধ্যে হঠিয়ে নিতে হবে এবং দু’পক্ষেই ৪৮ ঘন্টার ভেতরে পুরোদস্তুর অস্ত্র সম্বরন হতে হবে কিন্তু নতুন করে সংঘাত দেখা দেওয়ায় এবং বিরোধি দলিয় লড়াকুদেরকে আগে অস্ত্র সমর্পন করতে হবে লিখিতভাবে এ গ্যারান্টী দেবার সরকারী দাবীর প্রেক্ষিতে ঐ পরিকল্পনা এখন মিইয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে মঙ্গলবার মি: আনান বলেন – সিরিয়াকে ১২ এপ্রিলের ভেতরেই পুরোপুরি অসত্র সম্বরন করতে হবে । পরিকল্পনা ব্যর্থ হয়েছে এতো তাড়াতাড়ি সেবটা বলা ঠিক হবেনা । মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ সালমান শেখ বলেন – ৬টি বিধান সনম্বলিত আনান পরিকল্পনা ব্যর্থ হয়েছে ।

সিরিয়ার অধিকার গোষ্ঠিগুলো বলছে ৩১ব্যক্তি নিহত হয়েচে আজ মঙ্গলবারে – এঁদের অধিকাংশই অসামরিক লোকজন