বাংলাদেশে সম্প্রতি বহুল আলোচিত এবং ততোধিক সমালোচিত বিষয় ছিল সে দেশের প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেপ্তার । অভিযোগ আনা হয় যে তিনি নাকি সরকারের গোপন কাগজপত্র অবৈধ ভাবে নিয়ে রাষ্ট্রীয় গোপনীয়তার আইন ভঙ্গ করেছেন। তাঁকে আদালত এর্ই মধ্যে জামিনে মুক্তি দিয়েছে যদিও মামলা এখনও চলছে। তারই পরিপ্রেক্ষিতে অনুসন্ধানমূলক সাংবাদিকতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি গণমাধ্যমের সংজ্ঞা, ‘এর স্বাধীনতা এ সব নিয়েও প্রশ্ন উঠছে। গণমাধ্যম এবং সাংবাদিকতার কিছু তাত্বিক বিষয় আজ বিশ্লেষণ করছেন, বিশিষ্ট বিশ্লেষক, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনাভির্সিটির গভর্ণমেন্ট এন্ড পলিটিক্স বিভাগের ডিসিটংগুইশড প্রফেসার ড. আলী রীয়াজ, যিনি এক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগেও শিক্ষকতা করেছেন। আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।
Your browser doesn’t support HTML5
ভিডিও চিত্রগ্রহণ ও সম্পাদনা: তাওহিদুল ইসলাম