বাংলাদেশ ভারতের কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশের কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার পুনঃবিচারে পুনরায় নির্দোষ বলে ঘোষিত হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন সদস্য। বিএসএফের নিজস্ব আদালতে বৃহস্পতিবার রাতে এই রায় দেয়া হয়।
২০১১ সালের ৭ জানুয়ারি সীমান্তের কাটাতারের বেড়া পেরিয়ে বাবার সাথে ভারত থেকে নিজ বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৌছানোর পথে ওই নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় দেশে-বিদেশে ব্যাপক বিতর্ক ও সমালোচনার পরে বিএসএফ নিজস্ব আদালতের বিচারে ২০১৩ সালে বিএসএফ সদস্যকে নির্দোষ ঘোষণা করা হয়। পরে ফেলানীর বাবার আনুষ্ঠানিক আপত্তির পরে গত বছর পুনরায় বিচার কাজ শুরু হয়।
নতুন করে দেয়া রায়ে ফেলানীর বাবা ও মা অসন্তোষ প্রকাশ করেছেন। ফেলানীর পক্ষের আইনজীবী কুড়িগ্রামের অ্যাডভোকেট আব্রাহাম লিঙ্কন ন্যায় বিচার হয়নি বলে মন্তব্য করেন। মানবাধিকার সংগঠনগুলো এই রায়ে প্রতিবাদ জানিয়েছে।..
Your browser doesn’t support HTML5