ব্যবসায়ী শিল্পপতিদের প্রভাবশালী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)সহ দেশী-বিদেশী বিভিন্ন সংস্থা বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এমসিসিআই এ সপ্তাহেই এক প্রতিবেদনে বলেছে, দেশী-বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগে আস্থা ফিরে আসছে না। বিদেশী বিনিয়োগকারীরা ধীরে চলো নীতি গ্রহণ করেছে। প্রতিবেদনে অপর্যাপ্ত অবকাঠামোসহ নানা কারণ উল্লেখ করেছে- যার মধ্যে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করা হয়েছে। বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষণ করেছেন প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি তার বিশ্লেষণে বিনিয়োগ পরিস্থিতির দুর্বলতা সম্পর্কে দৃষ্টিপাত করেছেন।
Your browser doesn’t support HTML5