আমেরিকাব্যাপী পালিত হচ্ছে দেশের ২৩৮তম স্বাধীনতা দিবস

আজ আমেরিকার ২৩৮তম স্বাধীনতা দিবস। বৃটেনের কাছ থেকে ২৩৮ বছর আগে আমেরিকা স্বাধীনতা লাভ করে ছিল। সারা আমেরিকায় উৎসাহ উদ্দীপনায় প্যারেড, গান বাজনা, আতসবাজী এবং পিকনিকের মধ্যদিয়ে পালিত হচ্ছে এই দিনটি।

ওয়াশিংটনে ৪ঠা জুলাইএর অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা ঐতিহাসিক ব্যক্তিবর্গ টমাস জেফারসন এবং জন এডামর্সসহ আরো অনেককে অনুকরন করে দেশের স্বাধীনতার ঘোষনাপত্র (Declaration of Independence) পাঠ করবে।

ওয়াশিংটন ডিসির জাতীয় মলে রাতে কন্সার্ট এবং আতসবাজী পোড়ানো হবে। কনসার্টে ফ্যাঙ্কি ভালী, প্যাটি লাবেল, মাইকেল ম্যাকডোনাল মাপেটস এবং ন্যাশনাল সিম্ফোনী অর্কেষ্ট্রা অংশগ্রহন করবে।

তবে আমেরিকার পূর্ব উপকূলে ঘূর্ণীঝড় আর্থার শক্তিশালী হয়ে উঠছে ফলে লক্ষ লক্ষ মানুষ যে আনন্দ উৎসবের পরিকল্পনা করে তা কিছুটা স্থিমিত হতে পারে।

ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেণ্ট বারাক ওবামা স্বাধীনতা দিবস উতযাপন করছেন।

জাতির উদ্দেশে দেওয়া সাপ্তাহিক ভাষনে দেশের স্বাধিনতার কথাই প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, "জাতির পিতারা যে একটি মাত্র সত্যের ওপরে ঐক্যবদ্ধ ছিলেন সেটা হচ্ছে আমরা সবাই সমান ভাবে সৃষ্ট।"

তিনি বলেন, "যুদ্ধ অথবা মহামন্দার সময় যেমন শান্তি ও সমৃদ্ধির সময়েও এই সত্য অটুট রয়েছে।"

তিনি বলেছন বিশ্ব অবগত যে "আমেরিকার গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী বৃহত্তর মধ্যবিত্ত এবং সামরিক বাহিনী সবচাইতে শক্তিশালী।"