আলজহাইমারস একটি ভয়ংকর রোগ। এই রোগের ফলে, রোগী ধীরে ধীরে স্মরণশক্তি হারিয়ে ফেলেন। এটিই যে শুধু রোগীর জন্যে ভয়াবহ তা নয়, রোগীর প্রিয়জনদের মধ্যেও তা আতঙ্কের উদ্রেক করে। এনিয়ে ভয়েস অফ আমেরিকার রিপোর্টের ওপর ভিত্তি করে শতরূপা বড়ুয়ার প্রতিবেদন শুনুন।
Your browser doesn’t support HTML5