ইরাকে সহিংসতা বৃদ্ধি পাবার প্রেক্ষাপটে সেদেশে এবং প্রতিবেশি দেশগুলোতে ইরাকী আল ক্বায়দার হুমকির বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখছেন।
ইরাক ও ইরান বিষয়ক উপ সহকারী পররাষ্ট্র মন্ত্রী ব্রেট ম্যগার্ক , প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে জানিয়েছেন যে ইসলামিক স্টেট অফ ইরাক এবং দ্য লেভান্ট সংক্ষেপে আই এস আই এল গত বছরের গোড়া থেকে ইরাকে হামলা বাড়িয়ে তুলেছে।
তিনি বলেন যে আত্মঘাতী আক্রমণগুলোর প্রায় সব কটির জন্যেই দায়ি আই এস আই এল এবং প্রায় সব আত্মঘাতী বোমাবাজ বিদেশি যোদ্ধা যারা সিরিয়া হয়ে ইরাকে প্রবেশ করে। তিনি এ ব্যাপারে এই পরিসংখ্য্ন উল্লেখ করে বলেন যে ২০১২ সালে ইরাকে তিনটি আত্মঘাতী বোমা হামলা হয়েছিল , অথচ ২০১৩ সালে এ ধরণের ৫০টি হামলা হয়।
ইরাক ও ইরান বিষয়ক উপ সহকারী পররাষ্ট্র মন্ত্রী ব্রেট ম্যগার্ক , প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে জানিয়েছেন যে ইসলামিক স্টেট অফ ইরাক এবং দ্য লেভান্ট সংক্ষেপে আই এস আই এল গত বছরের গোড়া থেকে ইরাকে হামলা বাড়িয়ে তুলেছে।
তিনি বলেন যে আত্মঘাতী আক্রমণগুলোর প্রায় সব কটির জন্যেই দায়ি আই এস আই এল এবং প্রায় সব আত্মঘাতী বোমাবাজ বিদেশি যোদ্ধা যারা সিরিয়া হয়ে ইরাকে প্রবেশ করে। তিনি এ ব্যাপারে এই পরিসংখ্য্ন উল্লেখ করে বলেন যে ২০১২ সালে ইরাকে তিনটি আত্মঘাতী বোমা হামলা হয়েছিল , অথচ ২০১৩ সালে এ ধরণের ৫০টি হামলা হয়।