ফ্রান্সে কর্তৃপক্ষ জানিয়েছে তারা ইসলামিক মাঘরেবের আল ক্বায়দা নেতা আব্দেল মালেক দ্রুকদেলকে, মালির উত্তরাঞ্চলে হত্যা করেছে। এই খবর নিশ্চিত হলে সাহেল অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এই বিষয়টি একটি বড় রকমের অগ্রগতি বলে গণ্য করা হবে। মনে করা হচ্ছে জুন মাসের তিন তারিখে আব্দেল মালেক দুকদেল এবং তার সহযোগীদের ফরাসি বাহিনী এবং তোদের জোট হত্যা করেছে। একাধিক টুইট বার্তায় ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেন যে আলজিরিয়ার সীমান্তের কাছে মালির উত্তরাঞ্চলে যেখানে উগ্রবাদী গোষ্ঠিগুলো খুব তৎপর সেখানেই এই অভিযান চালানো হয়। সাহেল অঞ্চলে আল ক্বায়দা ইন ইসলামিক মাঘরেবের তৎপরতাগুলোর জন্য এই জিহাদি নেতাকে দায়ী করা হয়। তবে ঐ গোষ্ঠি দ্রুকদেলের হত্যার বিষয়টি নিশ্চিত করেনি।
যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড অবশ্য বলেছে দ্রুকদেলকে খুঁজে পাবার ব্যাপারে তারা সহযোগিতা করেছে। কর্নেল ক্রিস কার্নস বলছেন , এই মিশনটি ছিল সম্মিলিত জয়ের মিশন। জাতিসংঘ বলেছে যে দ্রুকদেল ছিল একজন বিস্ফোরক বিশেষজ্ঞ, সে প্রকাশ্য স্থানে শ ত শত লোককে হত্যা করেছে। অ্যালজিয়ার্সে সরকারী দপ্তর এবং জাতিসংঘের শরনার্থী কমিটির দ্প্তরে হামলা চালানওর জন্য তাকে আলজিরিয়ায় মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়। ঐ আক্রমণে ২৬ জন নিহত এবং ১১৩ জন আহত হয়।