লিবিয়ার গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়ে কথা বললেন অধ্যাপক আলী রীয়াজ

  • আনিস আহমেদ

লিবিয়ার গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়ে কথা বললেন অধ্যাপক আলী রীয়াজ

লিবিয়ার পদচ্যূত নেতা মোয়াম্মার গাদ্দাফির আটক ও মৃত্যুর পর , সেখানকার অন্তবর্তী কর্তৃপক্ষ লিবিয়াকে মুক্ত বলে ঘোষণা করেছেন। দেশটির বর্তমান অন্তবর্তী প্রধানমন্ত্রী ইসলামি আইন চালুর কথা বলেছেন। এদিকে মানবাধিকার গোষ্ঠিগুলো , যে পরিস্থিতিতে আহত ও আটক গাদ্দাফি নিহত হলেন সে ব্যাপারে তদন্তের আহ্বান জানিয়েছে। এ সব বিষয় নিয়েই ইলিনয় স্টেট ইউনিভার্সিটির Department of Politics & Government এর প্রধান অধ্যাপক আলী রীয়াজ কথা বলেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে । তিনি বলেন যে মানবাধিকার এবং যুদ্ধাপরাধের মতো অপরাধগুলোর বিচার হওয়া প্রয়োজন এবং সেখানকার জাতীয় অন্তবর্তী কর্তৃপক্ষকে বিশ্বের কাছে এটা প্রমাণ করতে হবে যে তারা সব রকম চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম এবং অপরাধীর বিচার করার বিষয়ে তারা যেন স্বচ্ছতা বজায় রাখে। আর এই ধরণের বিচারের জন্যে প্রয়োজন বোধে নেটো এবং পশ্চিমী শক্তিকে চাপ দিতে হবে।

ড আলী রীয়াজ আরো বলেন যে লিবিয়াকে সব রকমের মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে একটি সামূহিক ও সহিষ্ণু সমাজ গড়তে হবে এবং গণতন্ত্রায়নের পথে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন যে লিবিয়ায় ধর্মীয় আইন অনুসরণ করার কথা এনটিসি নের্তৃত্ব যে এখন বলছে যে নিয়ে উদ্বেগের কোন কারণ নেই কারণ একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমেই জনসাধারণ সেই সিদ্ধান্তটি নেবে।