সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পোতে বিমান আক্রমণ অব্যাহত রয়েছে। অসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, আলেপ্পোতে একদিন আগে বোমা হামলায় একটি হাসপাতাল বিধ্বস্ত হয়। ঐ ক্লিনিকটিতে গত পাঁচ বছর ধরে দুরারোগ্যে আক্রান্তদের চিকিৎসা এবং দন্ত চিকিৎসা করা হচ্ছিল। আক্রমণে হাসপাতালের মারাত্মক হয়েছে এবং আহতদের মধ্যে একজন সেবিকাও ছিলেন।
রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আলেপ্পোর বাব-আল-ফরাজ এলাকার একটি মসজিদে গোলা বর্ষণে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন এবং ৩০ জন আহত হয়েছেন। AFP সংবাদ মাধ্যমকে এক এলাকাবাসী জানিয়েছেন, রাতভর বিরামহীন বিমান আক্রমণ চলেছে--- তার ভাষায়, “না তারা ঘুমোচ্ছে না আমাদের চোখের পাতা এক করতে পারছি। আমাদের পায়ের তলায় গোটা পৃথিবীটাই যেন কাঁপছে।”
শুক্রবার শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার মসজিদগুলোতে জুম্মার নামাজ স্থগিত ঘোষণা করা হয়েছে।