বাংলাদেশের অবস্থান ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা- এই তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে। আর এই ভূ-তাত্ত্বিক অবস্থান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মনে করেন, বাংলাদেশে যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে। আর তা হলে রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।
জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপি’র তথ্যমতে রাজধানী ঢাকার অর্ধেকের বেশি ভবনের বয়স ৩০ বছরের বেশি। মোট ভবনের ৪০ শতাংশই ঝুঁকিপূর্ণ। আর বেসরকারি সংস্থাগুলোর জরিপ অনুযায়ী, ঢাকার ৩ লাখ ২৬ হাজার ভবনের ওপর সমীক্ষা থেকে জানা গেছে- ৭ থেকে ৭.৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৭২ হাজার ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।
এই বাস্তবতায় আমাদের আজকের আলাপন- ‘ভূমিকম্প এবং ঢাকা মহানগরীর বাস্তবতা’। আজকের অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক হাফিজা খাতুন এবং পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস প্রফেসার আইনুন নিশাত। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম।
Your browser doesn’t support HTML5