পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাংলাদেশে প্রবেশের আনুমতি দেয়া হয়নি।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাংলাদেশে প্রবেশের আনুমতি দেয়া হয়নি। স্টেট ব্যাংক অব পাকিস্তানের সিনিয়র জয়েন্ট ডিরেক্টর আসমা খালিদ রোববার রাতে ঢাকায় একটি আন্তর্জাতিক কর্মশালায় অংশ গ্রহনের উদ্দেশ্য ঢাকা পৌঁছালে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের এক বিবৃতিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। প্রায় দুই দিন বিমানবন্দরে আটকে থাকার পর সোমবার দুপুরে আসমা খালিদ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরে যান । এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কন ছাত্র-শিক্ষক পাকিস্তান যাবেনা এবং তাদেরকেও গ্রহন করা হবে না ।

Your browser doesn’t support HTML5

ALAM PAKISTAN