সোমালিয়ায় য়াল-শাবাব মঙ্গলবারের হামলার দায় স্বীকার করেছে

সোমালিয়ার রাজধানী মুগাদেসুর একটি সরকারী অফিস চত্বরে মংগলবার যে মারাত্মক আক্রমণ হয়, তার দায়িত্ব স্বীকার করেছে আল শাবাব জঙ্গী দল।

মুগাদেসুর ভ্রাম্যমান স্থাস্থ্য পরিসেবা বিভাগের প্রধান আব্দুলকাদির আব্দি রহমান আদেন ভয়েস অব আমেরিকার সোমালী বিভাগকে জানিয়েছেন যে উচ্চ শিক্ষা মন্ত্রনালের ঐ আক্রমণে ১৮জন নিহত এবং আরো অন্তত ১৫জন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে যে একটি শক্তিশালী গাড়ী বোমায় বিস্ফোরণ ঘটিয়ে আক্রমণকারীরা ভবনের ভেতরে ঢুকে পড়ে এবং গুলি করতে শুরু করে । এসোসিয়েট প্রেসের খবরে বলা হয়েছে যে বন্দুকধারীরা মন্ত্রণালয়ের কিছু কর্মিকে জিম্মী করে নিয়ে গেছে। তবে সোমালি কর্মকর্তারা ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন যে নিরাপত্তা বাহিনী এবং আফ্রিকান ইউনিয়নের সেনারা পুনরায় নিয়ন্ত্রণ নেওয়ার পর লড়াই বন্ধ হয়।

বন্দুকধারীরা প্রাণ হারিয়েছেন বা পালিয়ে গিয়েছে কিনা তা এখন স্পষ্ট ভাবে জানা যায়নি ।