আলজেরিয়ার বিমান দূর্ঘটনায় বিমান কেউই জ়ীবিত নেইঃ ফ্রাসোঁয়া ওলান্দ

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলান্দ জানিয়েছেন যে এয়ার আলজেরি-র বিমান দূর্ঘটনা স্থলে, বিমান ধ্বংসাবশেষের ভেতরে কাউকেই জ়ীবিত অবস্থায় পাওয়া যায়নি। ১১৬ জন যাত্রী নিয়ে বিমানটি বিদ্ধস্ত হয় মালিতে।

বিমানের ধ্বংসাবশেষগুলো নিরাপদ করার জন্য ফরাসী সামরিক বাহিনীর একটি ইউনিটকে দূর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।