আইসিসদের বিরুদ্ধে লড়াইয়ে সবচাইতে সফল, কুর্দি সম্প্রদায়ের ওপর তুরস্কের নগন্য হামলার জবাবে সোমবার বাস ভর্তি শত শত ইরাকি জনগণ আফ্রিনে এসে পৌঁছান I তুরস্ক সরকার সম্প্রতি আফরিন এলাকায় কুর্দিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে I তাল আবিয়াদ থেকে আসা একজন যুবক বলেন, "আমি আমার আত্মা ও রক্ত দিয়ে কুর্দি সম্প্রদায়কে সাহায্য করতে চাই"I
প্রতিবাদকারী তিনজন মহিলা চিৎকার করে বলেন,"এই হামলা বন্ধে আমরা আন্তর্জাতিক সহায়তা চাই; আমরা সেইসব দেশের প্রতি নিন্দা জ্ঞাপন করছি, যারা এখনো কোনো সহায়তায় এগিয়ে আসেন নি"I