তালিবানের আফগানিস্তান দখলঃ আমরা যা জেনেছি

তালিবান (রয়টার)

নেটোর একজন কর্মকর্তা বলছেন, তালিবান কাবুলের নিয়ন্ত্রণ দখলের পর ১৮,০০০ ‘এর বেশি লোককে বিমানে করে কাবুলের বাইরে নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন হাজার হাজার লোক এখনও বিমান বন্দরে যাবার চেষ্টা করছেন।

নেটোর একজন কর্মকর্তা বলছেন, তালিবান কাবুলের নিয়ন্ত্রণ দখলের পর ১৮,০০০ ‘এর বেশি লোককে বিমানে করে কাবুলের বাইরে নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন হাজার হাজার লোক এখনও বিমান বন্দরে যাবার চেষ্টা করছেন।

এ দিকে তালিবান যখন আফগানিস্তানে তাদের নিয়ন্ত্রণ কঠোর করছে তখন ফেইসবুক, টুইটার ও লিংকড-ইন ঘোষনা করেছে যে তারা তাদের আফগান গ্রাহকদের পরিচিতি নিরাপদে রাখবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে গত মাসে গজনি প্রদেশে হাজারা সম্প্রদায়ের বহু লোককে হত্যা ও নির্যাতনের জন্য তালিবান দায়ী।

আজ কাবুলের পরিস্থিতি অপেক্ষাকৃত শান্ত , যদিও রাস্তাঘাট এবং দোকানপাগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় লোকের ভিড় কম। গত কয়েক দিনে যে সব দেশ তাদের নাগরিকদের কাবুল থেকে বিমানযোগে নিজ দেশে নিয়ে গেছে তাদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া , জার্মানি , ডেনমার্ক ও অস্ট্রেলিয়া ।

পাকিস্তানো পাকিস্তানি এবং বিদেশিদের বিমানযোগে আফগানিস্তানের বাইরে নিয়ে যাচ্ছে। তালিবান দ্রুত শাসনব্যবস্থা , নিরাপত্তা এবং সাবেক বৈরিপক্ষদের সঙ্গে আপোষরফা করার চেষ্টা করছে। তারা এরই মধ্যে আফগানিস্তানের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছে।

তালিবান যোদ্ধারা বিক্ষোভকারিদের বিরুদ্ধে সহিংস অভিযান চালিয়েছে এমন কিছু বিচ্ছিন্ন সংবাদ পাওয়া যাচ্ছে । বুধবার পূর্বাঞ্চলের জালালাবাদ শহরে অন্তত তিনজন নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন , সর্বশেষ আমেরিকানকে নিরাপদে সরিয়ে নেয়ার আগে পর্যন্ত তিনি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্য রাখবেন , তা যদি ৩১ শে আগস্টের সময়সীমার পরও হয় ।

আফগানিস্তানের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচীর কান্ট্রি ডিরেক্টর , ম্যারি এলেন ম্যাকগ্রোয়ার্টি সেখানে মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে দিয়েছেন । সে খানে এক কোটি চল্লিশ লক্ষ ক্ষুধাগ্রস্ত লোক রয়েছে।

‘আফগানিস্তানে সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কোন স্পষ্ট সিদ্ধান্ত না পাওয়ার কারণে ‘ আন্তর্জাতিক মুদ্রা তহবিল ( আই এম এফ) আফগানিস্তানকে সম্পদের নাগাল পাওয়া থেকে সাময়িক ভাবে বিচ্ছিন্ন রেখেছে।