ডক্টর আয়েশা সিদ্দিকা আগা পাকিস্তানের বিশিষ্ট লেখিকা ও নিরাপত্তা বিশ্লেষক । প্রায়ই যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে, গবেষণা সংস্থায় আমন্ত্রিত বক্তা হিসেবে যোগদান করে থাকেন তিনি । গত শনিবার কাবুলে তালেবানদের আত্মঘাতি বোমাবাজ কাবুলে নেটোর গাড়ি বহরে হামলা চালালে যুক্তরাষ্ট্রের ১২ সেনা সদস্য তাতে প্রাণ হারান । এ বিষয়টি যুক্তরাষ্ট্রে, বিশেষ করে যুক্তরাষ্ট্র কংগ্রেসে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে – এতে করে ২০১৪ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বাহিনীর পরিকল্পিত প্রত্যাহার কিরকম প্রভাবিত হতে পারে বা এটা তালেবান জঙ্গিদের শান্তি আলোচনার ব্যাপারে আগ্রহ না থাকার ইঙ্গিতবহ কিনা , এসব নিয়ে ডক্টর আয়েশা সিদ্দিকা আগার সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।
ডক্টর আয়েশা সিদ্দিকা আগা প্রায় প্রায়ই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদিতে বক্তব্যের অবতারনা করে থাকেন । এই হালেই তিনি জন্স হপকিনস ইউনিভার্সিটীয অফ ইন্টার ন্যাশনাল স্টাডিযে বক্তৃতা দিয়ে গিয়েছেন । পাকিস্তানের এই বিশিষ্ট বিদ্বজ্জন ভয়েস অফ এ্যামেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাত্কারে শনিবার কাবুলে তালেবানদের আত্মঘাতি হামলায় যুক্তরাষ্ট্রের যে বারো সেনা সদস্য প্রাণ হারান সে কথার উল্লেখে জানান – এটা এমোন একটা সময়ে ঘটলো যখন কিনা যুক্তরাষ্ট্র বাহিনী ও ইন্টারন্যাশনাল সিকিউরিটি এ্যাসিসটেন্ট ফোর্স বা ইসাফের সেনারা আফগানিস্তান ছেড়ে চলে আসার পরিকল্পনা করছে এবং তাদের সঙ্গেই তালেবানরা এখনো অব্দি লড়ে যাচ্ছে। বলেন – এটাও অনুধাবন করা প্রয়োজন যে যুক্তরাষ্ট্রেও বিশেষ করে যুক্তরাষ্ট্র কংগ্রেসে যুক্তরাষ্ট্র বাহিনীর কর্ম তত্পরতার গতি প্রকৃতি নিয়ে যথেস্ট খোঁজখবর জানা রয়েছে কিনা ।