যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে দশ বছর ব্যাপী নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে

মঙ্গলবার স্বাক্ষরিত এক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র আরো এক দশকের জন্যে আফগানিস্তানে কয়েক হাজার সৈন্য রাখবে। এটি হচ্ছে সে দেশের নতুন প্রেসিডেন্ট আশরাফ গণির ক্ষমতা গ্রহণের পর প্রথম প্রধান সরকারী সিদ্ধান্ত।

দীর্ঘ বিলম্বিত এই নিরাপত্তা চুক্তির ফলে প্রায় দশ হাজার আমেরিকান সৈন্য ও অসামরিক কর্মী এবং আরও দু হাজার নেটো বাহিনী ৩১ শে ডিসেম্বরের পর ঐ দেশে থাকতে পারে। ডিসেম্বরের এই শেষ দিনটি হচ্ছে সেখান থেকে আন্তর্জাতিক বাহিনী বেরিয়ে আসার শেষ সময়সীমা।

এই চু্ক্তির ফলে বিদেশী জোট আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ প্রদান এবং সে দেশের আল ক্বায়দার তৎপরতাকে লক্ষবস্তু করতে পারবে।

আফগান প্রেসিডেন্ট মি গণির শপথ গ্রহণের একদিন পরই আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমার এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেইমস কানিংহ্যাম কাবুলে এই চুক্তিটি সই করেন। ঐ চুক্তি স্বাক্ষরের সময়ে প্রেসিডেন্ট গণি বলেন যে স্বাধীন রাষ্ট্র হিসেবে , আমাদের জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই আমরা আমাদের স্থিতিশীলতা , সদিচ্ছা এবং আমাদের জনগণের সমৃদ্ধির জন্যে এই চুক্তি সই করেছি । মি গণি বলেন যে দেশের এবং গোটা বিশ্বের স্থিতিশীলতর জন্য এই চুক্তি অত্যন্ত জরুরী।