তালেবান সূত্রে বলা হয় আফগানিস্তানের জওদান প্রদেশকে আইএস এর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছে

Jowzjan province, Afghanistan

বুধবার তালেবান বিদ্রোহীরা ঘোষণা করেছে যে তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলে জওদান প্রদেশকে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছে। তালেবান দাবী করছে সেখানে যে বাদবাকি আইএস যোদ্ধা ছিল তারা পালিয়ে গেছে বা ওই এলাকার সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

জওদান এর প্রাদেশিক কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে যে তালেবানের আক্রমণের মুখে বিদেশীসহ ১৫০ আইএস জঙ্গী বুধবার দারজাব জেলায় নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

নিরাপত্তা বিষয়ে প্রাদেশিক পুলিশ অফিসার হাফেজ খাশি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে জঙ্গীরা ভোরে, জেলা পুলিশ সদর কার্যালয়ে আত্মসমর্পণ করে তাদের মধ্যে ছিলেন আঞ্চলিক আইএস কম্যান্ডার হাবিবুর রহমান।