ঈদুল আজহা উপলক্ষে আফগানিস্তানে ৩দিনের যুদ্ধবিরতি ঘোষণা 

আফগান সরকার মঙ্গলবার জানায়, বিগত ৫ মাসে তালিবানদের হাতে ৩,৫০০জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৬,৭০০ জন I তবে ঈদ উপলক্ষে দুটি পক্ষ, ৩দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে I আফগান সরকার জানায়, সহিংসতার মাঝেও তারা তালিবানদের সঙ্গে আলোচনায় বসতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে I
আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন সোমবার জানায়, ২০২০ সালের প্রথম ৬ মাসে দুটি পক্ষের লড়াইয়ে ১,২৮০ জন সাধারণ নাগরিক নিহত ও ২,১৭৬ জন নাগরিক আহত হয়েছেন I
আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধিতে চরম উদ্বেগ প্রকাশ করেছে I