আফগানিস্তানে অপহৃত রেড ক্রস সদস্যের শর্তহীন মুক্তি দাবী

এ মাসের গোড়ার দিকে উত্তর আফগানিস্তানে অপহৃত দুই রেড ক্রস সদস্যের শর্তহীন মুক্তি দাবী জানিয়েছে রেড ক্রস আন্তর্জাতিক কমিটি।

৮ই ফেব্রুয়ারী উত্তর জওজান প্রদেশে দারিদ্র পিড়ীত কৃষকদের কাছে খাদ্য ও প্রয়োজনীয় সাহায্য বিতরনের সময় অপহৃত হন ওই দুই রেড ক্রস সদস্য। বলা হয় ইসলামিক ষ্টেট তাদেরকে অপহরণ করে। অপহরণের আগে তারা আরো ৬ রেড ক্রস কর্মীকে হত্যা করে।

সেই থেকে ঐ অঞ্চলে এবং সমগ্র আফগানিস্তানে ত্রাণ কর্মকান্ড বন্ধ রেখেছে আন্তর্জাতিক এই সাহায্য সংস্থা। রেড ক্রসের আফগানিস্তান শাখার প্রধান মনিকা জানারেলি এক বিবৃতিতে বলেছেন, "আপহরণকারীদেরকে বলছি; মানবতার কথা বিবেচনা করে তাদেরকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিন”।