সোমবার পাকিস্তানে আফগান শান্তি প্রক্রিয়া বিষয়ে আলোচনা শুরু হবে

Afghanistan

আফগান শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার লক্ষ্যে পাকিস্তান সোমবার চতুর্পক্ষীয় আলোচনার ব্যবস্থা করেছে। আলোচনায় অংশ গ্রহণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত আফগানিস্তান, চীন এবং যুক্তরাষ্ট্র।

আফগান পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র আহমেদ শেকিব মোস্তাগ্নি শনিবার বলেছেন ইসলামাবাদে বৈঠকে অংশগ্রহণকারীরা “শান্তি আলোচনার পথচিত্র” নিয়ে আলোচনা করবেন। ডিসেম্বরে পাকিস্তানের সেনা বাহিনীর প্রধান জেনারেল রাহিল শারীফ যখন কাবুল সফর করেন তখন আলোচনা সম্পর্কে মতৈক্য হয়।

তালেবানের উপর পাকিস্তানের প্রভাব আছে বলে মনে করা হয়। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে বেশ টানাপোড়েন দেখা দেয়। তালেবান ও অন্যান্য বিদ্রোহী গ্রুপ যারা সীমান্তে তৎপর তাদের সমর্থন দেওয়ার বিষয়ে দুই দেশই দীর্ঘদিন ধরে একে অপরকে দোষারোপ করে। ব্যাপক ভাবে মনে করা হয় যে তালেবান নেতারা আফগান সীমান্তের কাছে, কোয়েটা ও পেশাওয়ার সহ পাকিস্তানের বিভিন্ন শহরে রয়েছেন।