আফগান প্রতিনিধিদল পাকিস্তান যাবে,আফগানিস্তান বিরোধী জঙ্গিদের আস্তানা উচ্ছেদের দাবি নিয়ে

আফগান সরকারের কর্তাব্যক্তিরা বলছেন- পররাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন রাব্বানীর নেতৃত্বে উচ্চ পদস্থ এক প্রতিনিধিদল বৃাস্পতিবার পাকিস্তান যাবেন , সেখান থেকে আফগানিস্তান বিরোধী জঙ্গিদের আস্তানা উচ্ছেদের দাবি প্রতিবেশি দেশটির কাছে পেশ করার জন্যে।

প্রেসিডেন্টের মুখপাত্র সাঈদ যাফার হাশেমী ভয়েস অফ এ্যামেরিকাকে জানান- আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়েন্দা বিভাগের প্রধান কর্তাও রাব্বানীর সঙ্গে পাকিস্তান যাবেন এবং পাকিস্তানের সঙ্গে দলটির সর্বাত্মক আলোচনা-কথাবার্তা হবে। বলেন-পাকিস্তানের ভেতরে, আফগানিস্তানের বিরুদ্ধে, আফগান জনগনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করছে, সমাবেশ করছে যে গোষ্ঠীগুলো তাদের বিরুদ্ধে পাকিস্তানকে পদক্ষেপ নিতে হবে অবশ্যই।