আফগানিস্তান "অর্থনৈতিক পতনের দ্বারপ্রান্তে" এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে তহবিল পুনরায় চালু করতে এবং মানবিক সহায়তা প্রদান করতে হবে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং তালেবান কূটনীতিকরা ইসলামাবাদে এক বৈঠকে মিলিত হলে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সতর্ক করে দিয়ে এসব কথা বলেন।
কুরেশি তথাকথিত "ট্রোইকা প্লাস" সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেছিলেন, যেখানে আফগানিস্তানের জন্য নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন বিশেষ দূত টমাস ওয়েস্ট উপস্থিত ছিলেন। প্রতিনিধিরা পরে তালিবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গেও দেখা করেন।
কুরেশি এ সময় আরও বলেন, “অতএব, জরুরী ভিত্তিতে মানবিক সহায়তার ব্যবস্থা জোরদার করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপরিহার্য”।
তিনি বলেন, তহবিলের প্রবাহ পুনরায় শুরু করার মাধ্যমে “অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার পাশাপাশি আফগান অর্থনীতিকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে”।
কুরেশি বলেন, “যদি মনে করেন, আপনি ইউরোপের মতো দূর দেশে নিরাপদে থাকবেন এবং ওই অঞ্চলগুলি সন্ত্রাসবাদ দ্বারা প্রভাবিত হবে না; ইতিহাস ভুলে যাবেন না," "আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি এবং আমরা অতীতে করা ভুলগুলির পুনরাবৃত্তি করতে চাই না।"
জাতিসংঘ বারবার সতর্ক করেছে যে আফগানিস্তান বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের দ্বারপ্রান্তে রয়েছে, যেখানে অর্ধেকেরও বেশি মানুষ "তীব্র" খাদ্য ঘাটতির সম্মুখীন হয়েছে এবং প্রচণ্ড শীত লক্ষ লক্ষ লোককে অভিবাসন নতুবা অনাহারের মধ্যে থাকতে বাধ্য করছে৷
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সপ্তাহের শুরুতে বলেছিল টমাস ওয়েস্ট রাশিয়া এবং ভারত সফরের পরিকল্পনা করছে্ন।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস চলতি সপ্তাহে এক ব্রিফিংয়ে বলেছেন, "আমরা আমাদের অংশীদারদের সাথে নিয়ে তালেবান এবং ভবিষ্যতের যে কোনো আফগানিস্তান সরকারের কাছে আমাদের প্রত্যাশাগুলি স্পষ্ট করে জানিয়ে দেবো”।