আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দুপুরে তালেবান জঙ্গিরা আফগানিস্তানের ভাইস-প্রেসিডেন্ট জেনারেল আব্দুল রশিদ দুস্তামের গাড়ি বহরে হামলা চালিয়েছে। তবে তিনি অক্ষত অবস্থায় বেড়িয়ে আসতে সক্ষম হন।
প্রাদেশিক পুলিশ প্রধান সাইদ মাসুদ ইয়াকুবী ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, ভাইস-প্রেসিডেন্ট দুস্তাম ফারয়াব প্রদেশের উত্তরে কোয়েজার জেলা থেকে যাওয়ার পথে তার গাড়ি বহরে হামলা হয়।
ভাইস-প্রেসিডেন্টের মুখপাত্র সুলতান ফাইজী জানিয়েছেন, জেনারেলের রক্ষীরা আট জন হামলাকারীকে হত্যা করেছে এবং অন্য ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাদেশিক পুলিশ প্রধান ইয়াকুবি জানিয়েছেন, নিহত জঙ্গিদের একজন উজবেক নাগরিক ছিলেন।সাবেক সেনানায়ক দোস্তামএর আফগানিস্তানের উজবেক জাতিগোষ্ঠীর সংখ্যালঘুদের মধ্যে বেশ জোরালো সমর্থক রয়েছে।
সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে দেশটির উত্তরে তিনি তালেবানদের সাথে যুদ্ধ করছেন। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামিক মুভম্যান্ট অব উজবেকিস্তানের সাথে তালেবান জঙ্গিদের সম্পর্ক রয়েছে।তবে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি তালেবানরা।