নতুন সরকার ঘোষণা করলো তালিবান

কাবুলে পাকিস্তান বিরোধী বিক্ষোভ

তালিবান প্রতিষ্ঠাতা প্রয়াত মোল্লা ওমরের সহযোগী মোল্লা হাসান আখুন্দকে মঙ্গলবার আফগানিস্তানের নতুন সরকারের প্রধান এবং তালিবান আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ের প্রধান মোল্লা আবুল গনি বারাদারকে উপ-প্রধান হিসেবে মনোনীত করেছে তালিবান।

তালিবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ কাবুলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতার পুত্র সারাজুদ্দিন হাক্কানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হবেন।

মোল্লা ওমরের পুত্র মোল্লা মোহাম্মদ ইয়াকুবকে প্রতিরক্ষা মন্ত্রী করা হয়েছে। কাবুলে এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, সব নিয়োগই কার্যকরী আপাতত অস্থায়ী পর্যায়ে রয়েছে।