কাবুলের অভিজাত এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি অভিজাত আবাসিক এলাকায় আফগান নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগের রাতে তালিবানরা সেখানে আক্রমণ চালায়।

প্রত্যাক্ষদর্শীরা বলছে, ওয়াশির আকবর খান শহরে বৃহষ্পতিবার দিন শেষে বেশ কয়েকটি বিস্ফোরণ এবং বন্দুকের গুলির আওয়াজ পাওয়া যায়।

আন্তর্জাতিক ত্রাণ ও উন্নয়ণ সংস্থার চত্ত্বরের কাছে রাত্রীকালীন ঐ আক্রমণের দায়িত্ব স্বিকার করেছে তালিবান।

ঐ আক্রমণে কোন বিদেশী নিহত হয়নী।

তালিবান মুখপাত্র জানিয়েছে যে তাদের লক্ষ্য ছিল একটি গেষ্ট হাউজে যেখানে বিদেশীরা অবস্থান করে থাকে।