আফগান প্রেসিডেণ্ট হামিদ কারজাই-র জনৈক মুখপাত্র দেশের শীর্ষ ব্যাঙ্কের অধিকর্তাকে পলাতক ব্যাঙ্কার নামে অভিহিত করেছেন – এবং তিনি যে প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, এ বক্তব্যের ব্যাপারে মুখপাত্র দ্বিমত ব্যক্ত করেছেন । ঐ মুখপাত্র ওয়াহীদ ওমার বলেছেন – কেন্দ্রিয় ব্যাঙ্কের গভর্ণর আব্দুল কাদির ফিতরাত সরকারী কায়দায় পদত্যাগ না করে দেশ ছেড়ে পালিয়েছেন। ফিতরাত ইতিমধ্যে সোমবার বলেন – তিনি পদত্যাগ করেছেন এবং প্রাণের ভয়ে তিনি আফগানিস্তান থেকেছে পালিয়েছেন – দেশের সবচেয়ে বড়ো ঋনদাতা সংস্থা কাবুল ব্যাঙ্কের সংশ্লিষ্টতায় উত্থিত দূর্নীতি কেলেংকারী নিয়ে তদন্ত অনুষ্ঠানে তাঁর ভুমিকার পর তাঁর জীবন বিপন্ন হয়ে পড়ে।
ফিতরাত সোমবার ওয়াশিংটনের উপকণ্ঠে সাংবাদিকদের জানান –এপ্রিল মাসে সংসদে তিনি কাবুল ব্যাঙ্কের ঐ ঘটনায় জড়িত কিছু লোকের নাম প্রকাশ ক’রে দেওয়ায় তাঁর জীবন বিপন্ন হয়ে পড়ে। কথিত অব্যবস্থাপনা, অশিষ্ট আঁতাত এবং প্রশ্নবিদ্ধ ঋণদানের কারনে গেলো বছর কাবুল ব্যাঙ্কের ৯০ কোটি ডলারের লোকসান হয় এবং ব্যাঙ্ক প্রায় ভেঙ্গেই পড়েছিলো।