আফগানিস্তানে বোমা হামলায় সংযুক্ত আরব আমিরাতের ৫জন কুটনীতিক নিহত

সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে বোমা হামলায় সে দেশের ৫জন কুটনীতিক নিহত হয়েছেন বলে জানিয়েছে।

ওই বিস্ফোরণে অন্ততঃপক্ষে ১১জন নিহত এবং অপর ১৬জন আহত হয়েছে, যাদের বেশীরভাগ আফগান সরকারী কর্মকর্তা। আহতদের মধ্যে রয়েছে, প্রাদেশিক গভর্ণর হুমায়ুন আযিযি এবং কাবুলে আমিরাতের রাষ্ট্রদূত জুমা মোহাম্মদ আবদুল্লা আল-কাবি।

দুবাই এর শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট টুইটার বার্তায় বলেন, ‘যারা জনগনের সাহায্য কামনা করেন তাদের, মানবিক, নৈতিক অথবা কোন দিক থেকেই বোমা হামলা চালিয়ে হত্যা করার কোন যুক্তি নেই। আল্লাহ্ আমাদের শহীদদের ওপর রহম করুন’।

তালিবান বিদ্রোহীরা এই ঘটনায় কোন সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে।