ইরাকের আনবার প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি সেনাদল মোতায়েন করা হয়েছে

ইরাকে ইসলামিক ষ্টেট জিহাদীদের বিরুদ্ধে লড়াইএ প্রথম বারার মত যুক্তরাষ্ট্রর ৫০ সদস্যের একটি সেনাদল মোতায়েন করা হয়েছে। পশ্চিমাঞ্চলের অশান্ত আনবার প্রদেশে এদের মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সোমবার জানিয়েছেন যে ঐ দলটি আল-আসাদ বিমান ঘাঁটি পরিদর্শন করছে। সেখান থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ এবং ব্যাপক অভিযান পারিচালনা করার সম্ভ্যাবত তারা জরিপ করছে।

আল-আসাদ ঘাঁটি থেকেই ইরাকের অবকাঠামোগত দিক থেকে গুরুত্বপূর্ণ হাদিথা বাঁধের নিয়ন্ত্রণ দখলকারী উপজাতী বিদ্রোহী এবং ইরাকী সেনাদের রসদ সরবরাহ করা হয়।

সপ্তাহান্তে প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা দ্বিগুন করার পরিকল্পনা ঘোষণা করার পরপরই এই পদক্ষেপ নেওয়া হয়। প্রেসিডেণ্ট ইরাকে আরো ১৫’শ সৈন্য অনুমোদন করেছেন। ঐ সৈন্যরা ইরাকী সেনা বাহিনী এবং মিলিশিয়া বাহিনীকে ইসলামিক ষ্টেট জংগীদের বিরুদ্ধে লড়াইএ স্থল অভিযানের প্রশিক্ষণ দেবে। মিঃ ওবামা বলেছেন এই সিদ্ধান্তের অর্থ এই নয় যে ইরাক পরাস্থ হচ্ছে। সন্ত্রাসী দলের বিরুদ্ধে লড়াইএ এটা নতুন এক সংযোজন।