আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে একজন প্রখ্যাত সাংবাদিক নিহত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা একজন আফগান সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা করেছে। একজন প্রাদেশিক মুখপাত্র বলেছেন যে, গত দু মাসে তিনি হচ্ছেন পঞ্চম সাংবাদিক যাঁকে হত্যা করা হলো।

বিসমিল্লাহ আদিল আয়মাক নামের এই সাংবাদিক ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহর কাছে, গ্রামের বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার সময় বন্দুকধারীরা তাঁর গাড়ির উপর গুলি চালায়। প্রাদেশিক সরকারের মুখপাত্র আরিফ আবির জানাচ্ছেন, ঐ গাড়িতে অন্যান্যদের মধ্যে আয়মাকের ভাইও ছিলেন কিন্তু তাঁরা অক্ষতই আছেন। আয়মাক সাদা-এ-ঘোর নামের স্থানীয় বেতার কেন্দ্রের প্রধান ছিলেন এবং একই সঙ্গে তিনি ঐ প্রদেশের একজন মানবাধিকার কর্মীও ছিলেন। তাৎক্ষণিক ভাবে এই হত্যার দায় কেউ স্বীকার করেনি।

তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জোরের সঙ্গেই দাবি করেন যে, তাঁরা কোন ভাবেই এই গুলি চালনার ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন।