জীবনে অনেক ভুল করেছি তবে ইচ্ছাকৃত নয়- প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাঁর আভিশংসন বিচারে জয়ী হওয়ার বিষয়ে আজ উল্লাস প্রকাশ করেছেন , তিনি একটি ব্যানার নাড়াতে থাকেন যেখানে খবরের কাগজের শিরোনামে লেখা ছিল 'একুইটেড।'

তিনি বৃহস্পতিবার সকালে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেন এবং ইউ এস এ টুডে খবরের কাগজটি উপস্থিত লোকজনের সামনে তুলে ধরেন। বলেন, আমি স্বীকার করছি যে জীবনে অনেক ভুল করেছি আমি তবে তা ইচ্ছাকৃত নয়। তবে শেষ ফলাফল এই হয়েছে।

ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষের আইনজীবীরা, রিপাব্লিকান বিধায়করা, এবং হোয়াইট হাউসের কর্মকর্তারা। ক্ষমতা থেকে অপসারণের পক্ষে ভোট দেয়ায় ট্রাম্প রিপাবলিকান বিধায়ক মিট রম্নির সমালোচনা করে বলেন তিনি একজন ব্যর্থ প্রেসিডেন্ট প্রার্থী যিনি ধর্মকে ব্যবহার করেছেন।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই ডেমক্র্যাটদের এই অভিশংসন প্রচেষ্টাকে খাটো করে দেখেছেন এবং ঘোষণা করেন যে দেশটি তাঁর কথায় কিছু অসৎ এবং দূর্নীতিপরায়ণ লোকদের দ্বারা মারাত্মক এক পরীক্ষার সম্মুখীন হয়েছিল। তিনি বলেন আমাদের ধ্বস করার জন্য তারা সম্ভাব্য সব কিছুই করেছে এবং এর ফলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি তাঁর কথায় সাহসী রিপাবলিকান রাজনীতিক এবং নেতাদের প্রশংসা করেন।