গত শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মিয়ান্মারে গিয়ে পৌঁছুলে তাঁকে বিপুল সম্বর্ধনা জানানো হয়। বাহ্যত চীন ও মিয়ান্মারের মধ্যে কুটনৈতিক সম্পর্ক স্থাপিত হবার ৭০ তম বার্ষিকী উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্টের এই মিয়ান্মার সফর কিন্তু প্রকৃত পক্ষে এই সফরের সময়ে প্রায় ৩৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয় যার মধ্যে রয়েছে বঙ্গোপসাগরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল Kyaukphyu সম্পর্কে সমঝোতাপত্রও। এর ফলে চীন ভারত সাগরে প্রবেশ করতে পারবে এবং পারস্য উপসাগর থেকে তেল ও গ্যাস আমদানীর পথ সুগম হবে।
মিয়ান্মার বর্তমানে রোহিঙ্গাদের প্রতি নির্যাতন চালানোর অভিযোগে যে ভাবে আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হয়েছে তার ফলে চীনের প্রেসিডেন্টের এই মিয়ান্মার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ । মিয়ান্মারকে কেন্দ্র করে চীন ও ভারতের মধ্যেও এক ধরণের প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক রয়েছে।
Your browser doesn’t support HTML5