ড্রোন হামলায় পাকিস্তানী তালিবান নেতার মৃত্যু

আফগানিস্তানের সামরিক কর্মকর্তা এবং স্থানীয় গোয়েন্দা সূত্র ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে যে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তে আমেরিকার ড্রোন আক্রমণে পাকিস্তানী তালিবান নেতার মৃত্যু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন গত বুধবার পাকিস্তানের বেআইনি ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান দলের নেতা মোল্লা ফজল্লুলাহকে লক্ষ্য করে ঐ হামলা চালানো হয়।
শুক্রবার প্রতিবেশী দেশ পাকিস্তানের গোয়েন্দা সূত্রআফগানিস্তানের পার্বত্য অঞ্চলের মারাওয়ারা শহর যা পাকিস্তানের কুনার এলাকা সংলগ্ন সেখানে ঐ ড্রোন হামলা যে হয়েছে তা নিশ্চিত করেছে।

ড্রোন হামলায় ফজল্লুলাসহ টিটিপি-র ৫জন কমান্ডার নিহত হয়েছে। ঐ নেতাদের মোটামুটি চুপেচুপেই কাছাকাছি একটি গোরস্থানে কবর দেওয়া হয়।